Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাংলায় কোনমতেই বিজেপিকে ঢুকতে দেবেন না, ফোনে মমতাকে আর্জি কৃষক আন্দোলনকারীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় কোনমতেই বিজেপিকে ঢুকতে দেবেন না, ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন দিল্লির কৃষক আন্দোলনকারীরা। দিল্লির কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী।

সাংসদ ডেরেক ওব্রায়েনকে কৃষকদের কাছে পাঠিয়েছেন মমতা। তৃণমূলের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তাঁকে। সেখান থেকেই দলীয় সাংসদের ফোনের মাধ্যমে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা হয় তৃণমূলনেত্রীর।

সূত্রের খবর, ফোনে চারবার নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কৃষকদের জানিয়েছেন, তাঁদের দাবি ন্যায়সঙ্গত। তৃণমূলও কৃষি আইন বাতিলের দাবিতে সরব। জানা গিয়েছে, ফোনে মমতাকে কৃষকদের আর্জি, পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দেবেন না।

 

 

Leave a Reply

error: Content is protected !!