দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ছাড়বোনা হোয়াইট হাউস, আমিই জিতছি, ফের জালিয়াতির অভিযোগ তুলে সরব হলেন ট্রাম্প। ভোটে হেরে নির্বাচন–পরবর্তী প্রথম জনসভাতেই ফের ‘ভিত্তিহীন’ অভিযোগ ট্রাম্পের। জর্জিয়ার জনসভা থেকে ট্রাম্প বলেন, ‘নির্বাচনে চুরি করা হয়েছে। তবুও আমিই জিতছি। আমিই জিতব। পরিকল্পনামাফিক জালিয়াতি হয়েছে। তাই এই ফলাফল।’
জর্জিয়ার মতো রিপাবলিকান ঘাঁটিতেও বাইডেনের কাছে প্রায় ১২ হাজার ভোটে হেরেছেন ট্রাম্প। ওই রাজ্যে দু’টি সেনেট আসনের জন্য সামনেই ‘রান–অফ’ নির্বাচন রয়েছে। ওই দু’টি আসনে নির্বাচনের ফলাফল থেকেই ঠিক হবে, সেনেট কাদের দখলে যাবে। এদিন দুই রিপাবলিকান সেনেট প্রার্থীর প্রচারে জর্জিয়ায় গিয়েছিলেন ট্রাম্প–দম্পতি। বলেন, ‘জর্জিয়ার ভোটাররাই নিশ্চিত করবেন, প্রত্যেকটি কমিটি কোন পার্টির দখলে যাবে। কোন নির্দেশ কার্যকর হবে এবং করদাতাদের টাকা কীভাবে খরচ হবে। আপনারাই ঠিক করুন, আপনাদের ছেলেমেয়েরা স্বাধীন দেশে বেড়ে উঠবে নাকি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে বড় হয়ে হবে।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন ট্রাম্প। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পকে ফোন করে রাজ্যে বিশেষ অধিবেশন ডেকে নিজের দিকে সমর্থন টানার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি অনুপস্থিত ভোটারদের দিয়ে নির্বাচনী অডিট করানোর নির্দেশও ট্রাম্প নাকি দিয়েছেন, এমনটাই জান গিয়েছে সূত্রের মারফত। যদিও মার্কিন প্রেসিডেন্টের সমস্ত দাবিই খারিজ করেছে জর্জিয়ার গভর্নর।