দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভিসেরাল লিসম্যানিয়াসিস বা কালাজ্বরের ভ্যাকসিন সংক্রান্ত যুগান্তকারী গবেষণার জন্য বেহালার সরশুনা কলেজের মাইক্রোবায়ােলজি বিভাগের প্রধান তরুণ অধ্যাপক ড . আবুল হাসান সরদার সেরা শিক্ষকের সম্মানে সম্মানিত হয়েছেন। তার আদি বাড়ি জয়নগর থানার জীবনমণ্ডলের হাট এলাকার ফুলবাগিচা গ্রামে। বর্তমানে বারুইপুরের নজরুল সরণিতে থাকেন। তরুণ এই গবেষক অধ্যাপক ড. এখন গোটা দেশে ফুল বাগিচা থেকে সুগন্ধ বিলিয়ে দিচ্ছেন। দেশের মাইক্রোবায়ােলজি বিষয়ে বিখ্যাত সংস্থা মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি চলতি মাসের প্রথম সপ্তাহের্তাকে এই সম্মানের জন্য নির্বাচিত করে।
ভিসেরাল লিসম্যনিয়াসিস বা কালাজ্বর লিসম্যানিয়া ডােনােভানি নামক এক ধরনের জীবাণুবাহিত রােগ যা সাধারণত বালু মাছি বা স্যান্ড ফ্লাই দ্বারা বাহিত হয় , ভব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই রােগটিকে অবহেলিত বা নেগলেকটেড ট্রপিক্যাল ডিজিজ রােগ হিসাবে চিহ্নিত করেছে। ড. আবুল হাসান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করার সময় কানাডার বিখ্যাত ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে এই রােগের উপর উচ্চতর গবেষণার জন্য কানাডিয়ান কমনহেলথ ফেললা নির্বাচিত হন এবং সেখানে দু’মাসের জন্য এই বিষয়ে বিশেষ গবেষণা করেন।
পরবর্তীতে আবুল হাসান ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ করার পর তিনি আমেরিকার নিউইয়র্কে অ্যালব্যানি মেডিক্যাল সেন্টারে ভ্যাকসিন নিয়ে গবেষণায় লিপ্ত হন । পরবর্তীতে তিনি সরশুনা কলেজ মাইক্রোবায়ােলজি বিভাগে যােগদান করেন । তার গবেষণার ফুল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি দেশ ও বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন । বর্তমানে তিনি এবং সরসুনা কলেজের জীববিজ্ঞান বিভাগের অন্য সহকারী অধ্যাপকদের সহযােগিতায় রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে একটি অনুদান পেয়েছেন , এই অনুদানের সাহায্যে তাঁরা সরসুনা কলেজ উচ্চতর গবেষণার জন্য একটি মলিকিউলার বায়োলজির লবরােটোরি নির্মানে সক্ষম হয়েছেন ।
এ ছাড়াও তিনি ভারত সরকারের অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বাের্ত থেকে তার উচ্চতর গবেষণার জন্য কেটি অনুদান পেয়েছেন । তার এই সাফল্যের জন্য সুরশুনা কলেজের সমস্ত অধ্যাপক , অধ্যাপিকা আন্তরিক অভিন্দন জানিয়েছেন এই গবেষক বারুইপুরের নজরুল সরণিতে বসবাস করেন । আদিবাড়ি জানার থানার জনমণ্ডলের হাট এলাকার ফুলবাগিচা গ্রামে । দুই ভাই , এক বােন এবং পিতা আবদুল্লাহ সরদার – মাতা নিয়ে সংসার । পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক । ছােট ভাই আবুল হােসেন সরদার ঝাড়গ্রামে ডব্লিউবিসিএস আফিসার । একমাত্র বােন উচ্চশিক্ষিতা । সে এখন গৃহ বধু ।