Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিবিসি-র বিশ্বের প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় শাহিনবাগের বিলকিস দাদি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিবিসি-র বিশ্বের প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় জায়গা করে নিলেন শাহিনবাগের বিলকিস দাদি। মূলত তিনি সিএএ বিরোধী আন্দোলনের মুখ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সোমবার ২০২০ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকা প্রকাশ করেছে, তাতে ৮২ তম স্থান করে নিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শাহিনবাগের বিক্ষোভ আন্দোলনের মুখ ৮২ বছর বয়সি বিলকিস দাদি।

বিলকিস দাদি বিবিসির তালিকার চলে এসেছেন প্রথম কুড়ির মধ্যে। তালিকার ১৫ নম্বর স্থানে আছেন তিনি। মহিলা নেতৃত্বদানকারী তার সঙ্গে আরও তিনজন জায়গা করে নিয়েছেন তারা হলেন সংগীতশিল্পী ইসাইওয়ানি, প্যারা-অ্যাথলেট মানসী জোশী এবং জলবায়ু কর্মী রিধিমা পান্ডে। যদিও গত বছর বিবিসির তালিকায় ভারতের আটজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে, বিলকিস দাদিকে সিএএ বিরোধী বিক্ষোভের মুখ্ হিসেবে বর্ণনা করার সঙ্গে সঙ্গে বিশিষ্ট সাংবাদিক ও লেখক রানা আইয়ুব তাকে  যে “প্রান্তিকের কণ্ঠস্বর” অভিহিত করেছেন সেকথা বিবিসি তার ভূমিকায় উল্লেখ করেছে।

বিবিসি তার ভূমিকায় লিখেছে, ২০১৯ সালের ডিসেম্বরে মোদি সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে নয়াদিল্লির শাহিনবাগের মুসলিম অধ্যুষিত জনপদে একটি রাস্তায় মহিলাদের মাসব্যাপী বৈঠকে অংশ নেন বিলকিস দাদি। এই আইনে প্রতিবেশী দেশগুলি থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও বাদ দেওয়া হয় মুসলিম শরণার্থীদের। আর তা সাংবিদানিক মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ তুলে শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভ হয়। যা পরে দেশজুড়ে প্রসারিত হয়।

বিবিসির এই ১০০ জন প্রভাবশালী মহিলাদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুজন। তারা হলেন, রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। এছাড়া অন্য যেসব বিশ্বের মুসলিম মহিলা এই তালিকায় স্থান পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইথিওপিয়ার ফুটবলার লোজা আবেরা জেইনোর, সিয়েরা লিওনের মেয়র ইয়ভনে আকি সাভিয়্যের, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী সারাহ আল আমিরি, সিরিয়ার চলচ্চিত্র নির্মাতা ওয়াদ আল কাতিয়াব, মার্কিন অভিনেত্রী জেন ফনডা প্রমুখ।

 

Leave a Reply

error: Content is protected !!