Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

৮ হাতের দূর্গা! প্রায় ৪০০ বছর ধরে পুজো করছে জিয়াগঞ্জের অষ্ট বাহু সিংহবাহিনী মন্দির

রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : পুজো মানেই তাদের কাছে নতুন জামার গন্ধ। পুজোর কয়েকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপের সামনে চলে তাদের হুল্লোড়বাজি। পড়াশোনা বন্ধ থাকায় পুজোর দিনগুলো তাদের কাছে বাড়তি আনন্দ বয়ে আনে। বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই উৎসবে দশটি হাত নিয়ে সমস্ত জায়গায় পুজো করা হয় দূর্গা ঠাকুরের। কিন্তু মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের অষ্ট বাহু সিংহবাহিনী মন্দিরের দূর্গা পূজিত হচ্ছে আটটি হাত নিয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চারশো বছর ধরে এই পুজো হয়ে আসছে পুরনো বাংলা ইটের মন্দিরে। কিন্তু বহুকাল পর এই ভাঙ্গা ইটের মন্দিরকে পুননির্মাণ করা় হয় অষ্ট বাহু সিংহবাহিনী মন্দির কমিটি ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে। আজ দূর্গা ঠাকুরকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে এবং সরকারি সমস্ত নিয়ম-নীতি মেনে পূজার্চনা পর্ব শুরু হয়ে গেল জিয়াগঞ্জের অষ্ট বাহু সিংহবাহিনী মন্দিরে। সেখানে ইতিমধ্যেই ভিড় জমিয়ে দূর্গা ঠাকুরকে দেখতে আসছেন শরণার্থীরা।

 

Leave a Reply

error: Content is protected !!