দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টাকা খরচ হবে বিভিন্ন ধরনের শিল্প, স্বাস্থ্য, মনরেগা সহ বিভিন্ন খাতে। তারই হিসেব দিল কেন্দ্র। ২০ লাখ কোটি টাকার প্যাকেজ বলা হলেও এর মোট অঙ্ক ২০,৯৭,০৫৩ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১ লাখ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।
প্রথম ধাপে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বরাদ্দ করা হয়, ৫,৯৪,৫৫০ কোটি টাকা।
দ্বিতীয় ধাপে অর্থমন্ত্রী ঘোষণা করেন ৩,১০,০০০ কোটি টাকার প্যাকেজ। এর মধ্যে কেসিসিকে অতিরিক্ত ঋণ দেওয়া হয় ২,০০০০০ কোটি।
তৃতীয় ধাপে অর্থমন্ত্রী ঘোষণা করেন ১,৫০,০০০ কোটির প্যাকেজ। এর মধ্যে কৃষি পরিকাঠামো খাতে দেওয়া হয় ১ লাখ কোটি টাকা।
চতুর্থ ধাপে ঘোষণা ৪৮,১০০ কোটি টাকা। সবটাই স্ট্রাকচারাল রিফর্মসের জন্য।