Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ক্ষমতার লোভ বিজেপিকে অন্ধ করে দিয়েছে, মোদী ও শাহের প্রতি কমিশনের ‘দাসত্ব’ অত্যন্ত জঘন্য: অভিষেক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নির্বাচন কমিশন পঞ্চম দফায় ভোট প্রচার ৭২ ঘণ্টা আগে শেষ করার নির্দেশ দিয়েছে।কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে অভিষেক জানান, কমিশন নরেন্দ্র মোদী ও অমিত শাহের দাসত্ব স্বীকার করে নিয়েছে।

রবিবার টুইটারে অভিষেক লেখেন, ‘‌নির্বাচন কমিশনের নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রতি দাসত্ব ঘৃণ্য। ক্ষমতার লোভ বিজেপিকে অন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশন কমপক্ষে নিরপেক্ষ থাকার নাটকটুকু করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের লোকের জন্য প্রচার করা থেকে আটকানো সম্ভব। কিন্তু মানুষের মন থেকে তাঁকে বের করবেন কীভাবে?‌’‌

এখন পর্যন্ত ১৭, ২২, ২৬ ও ২৯ এপ্রিল এই চার দফায় ভোট বাকি রাজ্যে। শনিবার শীতলকুচিতে ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনার পর নির্বাচন কমিশন নয়া নিয়ম জারি করে। কমিশনের তরফে জানানো হয়, পঞ্চম দফার ভোটের প্রচার ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে। কমিশনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে প্রচারের সময় তুলনামূলকভাবে কম পাওয়া গেল। ফলে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হত, তা করা গেল না। কমিশনের এই সিদ্ধান্তকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে সরব হয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর মতে, কমিশন এখন বিজেপির ‘হুকুমের দাসে’ পরিণত হয়েছে। তবে তৃণমূলের নেতা–নেত্রীদের একটাই মত, এতকিছু পরও জয় হবে তৃণমূলেরই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে।

 

Leave a Reply

error: Content is protected !!