Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের বাড়িতে ইডি-র হানা, আর্থিক দুর্নীতি মামলায় চলছে জেরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের দিল্লির বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। স্টার্লিং বায়োটেক নামের একটি সংস্থার বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে জেরা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার সকালে ইডি-র চার জন গোয়েন্দা যান প্যাটেলের বাস ভবনে।

এর আগে ইডি দফতরে হাজিরার জন্য আহমেদ প্যাটেলকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। কিন্তু লকডাউনের গাইডলাইন দেখিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা হাজিরা দেননি। তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে ৬৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের বাড়ি থেকে না বেরোতে। তাই তিনি যেতে পারবেন না। এদিন কেন্দ্রীয় গোয়েন্দারাই পৌঁছে যান তাঁর বাসভবনে।

আহমেদ প্যাটেলের বাড়িতে ইডি অফিসারদের যাওয়া নিয়ে কংগ্রেস দলগতভাবে এখনও প্রতিক্রিয়া না দিলেও অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। যেমনটা হয়েছিল পি চিদম্বরমের সঙ্গে। উল্লেখ্য, স্টার্লিং বায়োটেক নামের ওই সংস্থা অন্ধ্র ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। শোধ না করায় এখন তা অনাদায়ী ঋণে পরিণত হয়েছে। যার মূল্য বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ১০০ কোটি টাকা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!