Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

এ বছর ঈদ উদযাপন বাড়িতে বসেই করতে হবে! মুসলিমদের প্রতি আবেদন শাহী ইমামের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে তৃতীয় মেয়াদে লকডাউন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ মেয়াদে লকডাউন গড়াবে বলেই জানিয়েছেন। যদি তাই হয়, তাহলে লকডাউনের এই ঘরবন্দি জীবনে কীভাবে হবে ঈদ উদযাপন?

এ ব্যাপারে দিল্লির জামে মসজিদের শাহী ইমাম আহমেদ বুখারি বলছেন, এ বছর ঈদ উদযাপন বাড়িতে বসেই করতে হবে। লকডাউনের মধ্যে বের হওয়া যাবে না। এমনকি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধুবকে ঈদের শুভেচ্ছা জানাতে টেলিফোনে।

আহমেদ বুখারি বলেন, এমন সংকট বিশ্ব কখনো দেখেনি। এই প্রথম জুমার নামাজে মসজিদে মানুষের জমায়েত নেই। যেহেতু জুমার নামাজের দিনেও বাড়িতে থাকতে হচ্ছে, তাই ঈদের নামাজেও বাড়িতে থাকা সম্ভব। সকলে যার যার অবস্থান থেকে ইবাদত-বন্দেগি করুন।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!