Thursday, April 25, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সম্প্রীতির ভারত! রোজা ভেঙ্গে গর্ভবতী পূজাকে রক্ত দিলেন মোহাম্মদ হোসেন

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হরিরামপুর : বর্তমান লকডাউন ও ভারতে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতার মধ্যে জেরবার আমজনতা। এরই মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্য নজির গড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের এক মুসলিম যুবক। তিনি একজন অচেনা ও অজানা পূজা বর্মন নামের হিন্দু গর্ভবতী মহিলাকে রোজা ভেঙে রক্ত দদিয়েছেন।

ওই যুবকের নাম মোহাম্মদ হোসেন। রক্তদানের পর তিনি বলেন, ‛তোমরা যদি কোনও একটি মানুষের জীবন বাঁচাও তাহলে সমগ্র মানব জাতির জীবন বাঁচালে। কোরআনের এই আয়াতটি আমাকে রক্ত দিতে সব চেয়ে বেশি উৎসাহিত করেছে৷ রক্ত দেওয়া একটি মহৎকাজ৷ আসুন আমরা হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে একে-অপরকে সহযোগিতা করি৷’

কিভাবে জানলেন ইসলাম? মোহাম্মদ হোসেন জানান, তিনি ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও) সঙ্গে যুক্ত এবং সংগঠনটির হরিরামপুর ব্লকের সম্পাদক। তাঁর কথায়, এসআইও ছাত্র ও যুব সমাজকে নৈতিক ও ইসলামিক শিক্ষা প্রদান করে। সেই সংগঠনই আমাকে এসব শিখিয়েছে এবং আমি এই কাজ করার সাহস পেয়েছি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!