Saturday, July 27, 2024
আন্তর্জাতিকফিচার নিউজ

‘সিসি, তুই ক্ষমতা ছাড়’ – স্লোগান শুনে মিশর ছেড়ে নিউ ইয়র্কে আশ্রয় নিলেন সিসি!

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৩ থেকে ২০১৯। ক্ষমতা দখলের পর থেকে টানা ৬ বছর মিশরে সব ধরনের গণবিক্ষোভ নিষিদ্ধ করেছিলেন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। এই ৬ বছর বড় ধরনের কোনও চ্যালেঞ্জে পড়তে হয়নি তাকে। তবে গত শুক্রবার থেকে নীরবতা ভেঙে বিক্ষোভে ফেটে পড়েছেন মিসরীয়রা। তারা স্লোগান তুলেছেন, ‘সিসি, তুই ক্ষমতা ছাড়’।

ছবি : রয়টার্স

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছেন সিসি। কিন্তু সিসির নিউ ইয়র্ক সফর নিয়ে আল-জাজিরার সাংবাদিক আহমেদ মনসুর জানালেন আরেক কথা। তার মতে, স্বৈরশাসক সিসি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাননি । তিনি মিশর থেকে নিউইয়র্ক গিয়েছেন ঠিকই, তবে তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।

বেশকিছু সূত্রের বরাতে আহমদ মনসুর জানান, সিসি মূলত বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশ্রয় অনুসন্ধান করতে গিয়েছেন। মিসরীয় জনগণ দীর্ঘদিনের ভয় ও বাধা ভেঙে তার পতনের দাবিতে রাস্তায় নেমে আসার বিষয়টি তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। এই ক্ষোভ যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

error: Content is protected !!