দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন চলাকালীন অসহায় দিনমজুর মানুষদের খাবার জোগান দেওয়ার দায়িত্ব নিয়েছেন ৮০ বছরের বৃদ্ধ দম্পতি। ১০ কেজি চাল ভর্তি মোট ৮৪০টা প্যাকেট তাঁরা পৌঁছে দেন তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার ওক্কুর গ্রামে।
ওক্কুর গ্রামের বাসিন্দারা প্রায় সকলেই দিনমজুরের কাজ করেন। এখন সারা দেশ লকডাউন, ফলে তাঁদের কাজ বন্ধ। সরকারি সাহায্যও এসে পৌঁছচ্ছে না ঠিকমতো। এই অবস্থায় এখন এই চালের ওপরেই জীবন ধারণ করছেন ওক্কুর গ্রামের দিনমজুররা।
সূত্রের খবর, একসঙ্গে ৮৪০০ কেজি চাল কেনেন ওই দম্পতি। ১০ কেজি করে মোট ৮৪০টা প্যাকেট বানিয়ে ফেলেন। পৌঁছে দেন পরিবার পিছু একটি করে ব্যাগ। তবে পরিবহণ যেহেতু বন্ধ, তাই এই কাজে পুলিশের সাহায্য নিয়েছেন তাঁরা। এতগুলি প্যাকেট বিলি করে আসতে দু’দিন সময় লেগেছে তাঁদের।