Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

রাম মন্দির তৈরি শুরু হলে ভগবান রাম করোনা ভাইরাসকে দমন করবেন, দাবি বিজেপি নেতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ একবার শুরু হলেই, করোনা ভাইরাস আর পালানোর পথ পাবে না, ভগবান রামচন্দ্রই তুষ্ট হয়ে এই দুষ্ট ভাইরাসকে ধ্বংস করে দেবেন‌। বুধবার এমনই দাবি করলেন মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার তথা বিজেপির নেতা রামেশ্বর শর্মা।

৫ আগষ্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির এই প্রবীণ নেতার বিশ্বাস একবার রামমন্দির নির্মাণ শুরু হলে কেটে যাবে করোনা সংকট।

বুধবার গোয়ালিয়রে সাংবাদিক বৈঠকে এই বিজেপি নেতা বলেন, শুধু ভারত নয় গোটা বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, আমরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আর এই সময় সবাই দেবদেবতাদের স্মরণ করে। সুপ্রিমকোর্টও রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন। ভগবান রাম আগেও মানবজাতির কল্যানের রাক্ষসদের হত্যা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। রামমন্দির নির্মাণ শুরু হলেই করোনা ভাইরাস ধ্বংস হওয়া শুরু হবে।

উল্লেখ্য, করোনা সংকটের মধ্যেই রামমন্দিরের ভূমিপুজো হবে ৫ আগষ্ট, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে করোনা আবহে রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে বিরোধীদের দাবি, সরকারের এখন উচিত করোনার বিরুদ্ধে লড়াই করা, কিন্তু সে সব না করে মন্দির নির্মাণে ব্যস্ত বিজেপি সরকার। কিন্তু এই বিজেপি নেতার দাবি, মন্দির নির্মাণ শুরু হলেই করোনা ভাইরাস ধ্বংস হবে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!