দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: টিকা নেওয়ার পরেও করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ৭৩০ চিকিৎসক। তবে মৃত্যু শীর্ষে রয়েছে বিজেপি শাসিত বিহার। বুধবার একথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিহারে মৃত চিকিৎসকের সংখ্যা বেশি বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।
জানা গেছে, করোনায় বিহারে ১১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে মৃত চিকিৎসকের সংখ্যা ১০৯। উত্তরপ্রদেশে ৭৯ জন, অন্ধ্রপ্রদেশে ৩৮, তেলেঙ্গানায় ৩৭ জন, কর্ণাটকে ৯ জন, কেরলে ২৪ জন এবং ওড়িশায় ৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ২৩ জন চিকিৎসকের প্রাণহানি হয়েছে।
এদিকে কেন্দ্রীয় সরকারের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনের।