Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বাংলায় লজ্জাজনক হার, উত্তরপ্রদেশ নিয়ে গভীর চিন্তায় বিজেপি, টানা পাঁচদিন মগজধোলাই কর্মসূচি সঙ্ঘের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় লজ্জাজনক হার হয়েছে। ২০২৪-এর আগে উত্তরপ্রদেশের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ গোবলয়ের মধ্যে সবচেয়ে বেশি লোকসভা রয়েছে উত্তরপ্রদেশেই। তাই কথায় আছে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। আর সেকারণেই উত্তরপ্রদেশ যেনতেন প্রকারেন নিজেদের দখলে নিতে মরিয়া বিজেপি। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাত্‍ মোদি-শাহ-নাড্ডা উঠে পড়ে লেগেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। কংগ্রেসের জিতিন প্রসাদকে ভাঙিয়ে ব্রাহ্মণ ভোট দখলে মরিয়া বিজেপি। এবার আরও একধাপ এগিয়ে মগজধোলাই-এর জন্য মাঠে নামছে সঙ্ঘ। বিজেপির চালিকাশক্তি এবার উত্তরপ্রদেশ নিয়ে খুবই চিন্তিত।

তাই বাংলায় হারের পর উত্তরপ্রদেশ নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাও। এবার টানা পাঁচদিন মগজধোলাই করতে বিশেষ ভার্চুয়াল কর্মসূচী নিয়েছে আরএসএস। জানা গিয়েছে উত্তরপ্রদেশের সমস্ত আরএসএস-এর কর্মকর্তা ও প্রচারকেরা ভার্চুয়ালি টানা পাঁচদিন বক্তৃত্বা ও নির্দেশ শুনবেন। যা আগামীর নির্বাচনকে নিয়েই হবে। মুখ্য বক্তা হিসেবে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, দত্তাত্রায় হোসনাবালে, কৃষ্ণা গোপাল প্রমুখ।

 

আগামী ৯ জুলাই থেকে ১৩ জুলাই, ভার্চুয়ালি এই অনুষ্ঠান হবে। উত্তরপ্রদেশের আরএসএস-এর অফিসে অংশগ্রহণ করতে নির্দেশ রয়েছে প্রত্যেককে কার্যকর্তাদের। এরই সঙ্গে করোনার সঙ্গে লড়াই করতে ও মানুষের পাশে আরও একটা বছর কীভাবে থাকবে তার রূটম্যাপ বলে দেবে সঙ্ঘ। করোনায় কঙ্কালসার স্বাস্থ্যব্যবস্থা, গঙ্গায় মরদেহ ফেলা, যোগীর অপশাসন, যাদব, দলিত ও মুসলিমদের ওপর অত্যাচার, নারী নির্যাতন ও দৈনিক ধর্ষণ ও খুন। উত্তরপ্রদেশের নির্বাচনে রয়েছে একাধিক মাথাব্যাথা। সঙ্গে পাল্লা দিয়েছে আমলারাজ, যা বিজেপির নেতা-মন্ত্রীদের ভাবাচ্ছে ও চিন্তায় ফেলেছে। তাই যোগীর হাতে নির্বাচনের ব্যাটন না ছেড়ে এবার কেন্দ্রের নেতারা ও সঙ্ঘ সরাসরি ঝাঁপাচ্ছে বিধানসভা নির্বাচনে।

 

Leave a Reply

error: Content is protected !!