Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

মাদক যোগে অভিযুক্ত না হয়েও নাম জড়ানোয় ব্যাপক ক্ষুব্ধ ‘বাহুবলী’-র প্রভাস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সুশান্ত কাণ্ডকে ঘিরে একের পর এক অভিনেতা- অভিনেত্রীর মাদক-যোগে নাম উঠে আসছে। বাদ নেই দক্ষিণী সিনেমাতেও। ইতিমধ্যেই রাগিণী দ্বিবেদীর পর মাদক-যোগে গ্রেফতার হয়েছেন সজ্জনা গলরানি। তার পর দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’খ্যাত প্রভাসের নামেও অভিযোগ করা হয়েছে। যদিও মাদক দুনিয়ার সঙ্গে এখনও পর্যন্ত বিন্দুবিসর্গ যোগ পাওয়া যায়নি প্রভাসের। অথচ একাধিক ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেল লিখছে প্রভাসের নায়িকা গ্রেফতার অথবা প্রভাসের নায়িকা মাদক-চক্রে জড়িত। আরভ তাতেই বেজায় চতেছেন প্রভাস ও তার তাঁর ভক্তকুল।

তাদের প্রশ্ন অকারণে প্রভাসের নাম টেনে আনা হচ্ছে কেন? মাদক-চক্রের সঙ্গে কোনও সংযোগ না থাকা সত্ত্বেও কেন তাঁর নাম ব্যবহার করে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটগুলি সে প্রশ্ন তুলছে তাঁরা।

উল্লেখ্য, ‘বাহুবলী’-র কারণে গোটা দেশে প্রভাসের একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে। সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে খবর করার তাগিদ দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে। কিন্তু সেসব যুক্তি মানতে নারাজ এই দক্ষিণী নায়কের অনুরাগীরা।

 

Leave a Reply

error: Content is protected !!