Saturday, July 27, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

আইপিএলের ইতিহাসে প্রথম! আমেরিকান ক্রিকেটার আলি খানকে দলে নিল কেকেআর

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে প্রথম কোনও আমেরিকার ক্রিকেটার এবার খেলবেন। ইংল্যান্ডের পেসার হ্যারি গার্নি চোটের কারণে ছিটকে গিয়েছেন নাইট শিবির থেকে। তাঁর অভাব পূরণ করতে আমেরিকান ক্রিকেটার আলি খানকে দলে নিয়েছে কেকেআর।

আলি এবার ক্যারিবিয়ান ক্রিকেট লিগে দাপটের সঙ্গে বোলিং করে নজর কেড়েছেন। নাইটরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে। আলি এবার কেকেআরের হয়ে ক্যারিবিয়ান লিগে ভাল বোলিং করেছেন। সেইজন্যই আলিকে নিয়ে হ্যারির অভাব মেটাবে শাহরুখ খানের দল।

সদ্য সমাপ্তি সিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আলি খান। প্রায় নিয়মিতই ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বোলিং করতে পারেন আলি। একইসঙ্গে স্লগ ওভারে ইয়র্কারের জন্য বিশেষ পরিচিতি রয়েছে তাঁর।

বেশ কয়েকবছর ধরেই সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) নিয়মিত ভাল খেলেছেন আলি। তাঁর উল্লেখযোগ্য পারফরম্যান্সগুলোর মধ্যে রয়েছে ২০১৯ সালে নামিবিয়ার বিপক্ষে একটি ম্যাচ। যেখানে ৪৯তম ওভারে প্রতিপক্ষের প্রয়োজন ছিল ১২ বলে ১৪ রান। তখন বোলিংয়ে এসে তিন উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেন আলি।

২০১৮ সালে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে প্রথম বড় মঞ্চে সুযোগ পান তিনি। নিজের অভিষেক মরসুমে ১২ ম্যাচে ১৬টি উইকেট নিয়ে আলোড়ন তোলেন তিনি। সিপিএলের বাইরে বিপিএল এবং পিএসএল খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।

 

Leave a Reply

error: Content is protected !!