দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে প্রথম দফার ভোটেই ইভিএম বিভ্রাটের খবর। প্রথম দিকেই ৬০টিরও বেশি বুথে ইভিএম বিকল হয়ে যায় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভোট দিতে হয় ভোটারদের। প্রথম দফার ভোটে ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ভর করছে। তার মধ্যে মহিলা প্রার্থী ২১জন। তবে এদিন ৬০টিরও বেশি বুথে ইভিএম খারাপ হওয়ার খবর পাওযা গেছে। আর অল্প বিস্তর সংঘর্ষও হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুক্রবার থেকেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
ইভিএম খারাপের যে খবর মিলেছে তাতে দেখা যাচ্ছে, বাঁকুড়া জেলায় ২০টি বুথে, ঝাড়গ্রামে আটটি বুথে ও পুরুলিয়ার ৩৯টি বুথে ইভিএম খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভোট প্রদান বন্ধ করে রাখা হয়। ভোটারদের প্রায় দু ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছেন, বিকাল অবধি বাঁকুড়া জেলায় ভোট পড়েছে ৮০.০৩ শতাংশ। ঝাড়গ্রামে, ৮০.৫৫ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২, পুরুলিয়ায় ভোট পড়েছে ৭৭.১৩ শতাংশ।