Sunday, May 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কমিশন-বিজেপি আঁতাঁত, মুকুলের অডিও ক্লিপ ফাঁস করে অভিযোগ তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে সহায়তা চেয়ে ফোন করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রলয় পালকে। শনিবার দুপুরে ভাইরাল হয় মমতা-প্রলয় কথোপকথনের সেই অডিও ক্লিপ। শুভেন্দু ঘনিষ্ঠ ওই বিজেপি নেতা ‘দিদি’র আবেদন অস্বাকীর করলেও ভাইরাল ওই অডিও ক্লিপ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কিন্তু সন্ধ্যা গড়াতেই সেই চাঞ্চল্যে আরও মাত্রা যোগ হল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আরেকটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন। যেখানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা বঙ্গ ভোটে বিজেপির প্রার্থী মুকুল রায়কে কমিশনে এজেন্ট বসানোর নিয়মাবলী বদলের কথা বলতে শোনা যাচ্ছে। প্রকাশিত অডিওতে শোনা যাচ্ছে, কমিশনের উপর এই ইস্যুতে বিজেপি নেতা শিশির বাজোরিয়াকে চাপ সৃষ্টির জন্য নির্দেশ দিচ্ছেন মুকুল রায়।

কমিশন-বিজেপি আঁতাঁত নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। এদিন মুকুল রায়ের গোপন অডিও ফাঁস করে নেত্রীর সেই অভিযোগই পোক্ত করার চেষ্টা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন বিকালে কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ তুলে দেন সংবাদমাধ্যমের হাতে। তাঁর দাবি, ওই অডিও ক্লিপে যে দু’জনের গলা শোনা গিয়েছে। তাঁদের একজন মুকুল রায় ও অপরজন হলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। কুণাল প্রকাশিত ভিডিও ক্লিপ অনুযায়ী, মুকুল রায় শিশির বাজোরিয়াকে বলেছেন- নির্বাচন কমিশন বুথে এজেন্ট হওয়ার নিয়ম পরিবর্তন না করলে বিজেপি অর্ধেক বুথে এজেন্টই বসাতে পারবে না।

এরপরেই কুণাল মনে করিয়ে দিয়েছেন, যে নির্বাচন কমিশন কার্যত সর্বদল বৈঠকে কোনও কিছু না জানিয়ে এখন হুট করে বিধি বদলের কথা জানিয়েছে। কমিশন জানায়, এলাকার বাসিন্দা না হলেও যে কেউ নিজের বিধানসবা কেন্দ্রের যেকোনও বুথে যে কোনও রাজনৈতিক দলের এজেন্ট হতে পারবে।

অর্থাৎ কমিশন বিজেপির কথামতো তাদের সুবিধা পাইয়ে দিতে বুথের এজেন্ট হওয়ার নিয়মে রাতারাতি পরিবর্তন ঘটিয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললো।

 

Leave a Reply

error: Content is protected !!