দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পাননি রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত অসমের প্রাক্তণ এক সেনা কর্মী। প্রাক্তণ ওই সেনা কর্মীর নাম মহম্মদ সানাউল্লাহ (৫২)। চলতি বছরের শুরুতে ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে বিদেশি ঘোষণার পর সংবাদমাধ্যমের শিরোনাম দখল করেছিলেন তিনি। শনিবার প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকাতেও স্থান হয়নি তাঁর।
৩০ বছর ধরে সেনাবাহিনীতে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ‘ক্যাপ্টেন’ উপাধি পেয়েছিলেন মুহাম্মাদ সানাউল্লাহ। বাহিনীতে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রেসিডেন্টের হাত থেকে তিনি বিশেষ পুরস্কারও পেয়েছিলেন। সেনা থেকে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে কাজ করতেন বর্ডার পুলিশ এএসআই হিসেবে। অসমের বকোর কলসীকাষ গ্রামের বাসিন্দা সানাউল্লাহর পরিবার ওই ঘটনায় ভেঙে পড়েছেন।