Saturday, July 27, 2024
Latest Newsদেশ

পদত্যাগ করলেন মোদীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তাকে এই পদটিতে বসানো হয়। সূত্রের খবর, অমিত শাহ-র পরামর্শে তিনি এই পদ পান।

সূত্রের খবরে বলা হয়েছে, তখন নৃপেন্দ্র মিশ্র ছিলেন টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ট্রাই) চেয়ারম্যান। ট্রাই-এর নিয়ম অনুসারে অবসরের পর সরকারি পদ নেওয়া যায় না। নিয়মের বদল করে তাকে এই পদে বসালে বিরোধীরা এ নিয়ে হইচই তুলেছিল। কিন্তু মোদী নিজের অবস্থানে অনড় ছিলেন।

পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর এবার পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলের নৃপেন্দ্র। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মিশ্র পদত্যাগ করতে চাইলে মোদী তাকে সপ্তাহ দুয়েক দায়িত্ব পালন করতে বলেছেন।

নৃপেন্দ্র মিশ্র বলেন, দায়িত্ব পালনের সময় প্রতি সময়ে নিজের কাজের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে আমার। যদিও সাধারণ মানুষ ও দেশের স্বার্থে আমি কাজ করে যেতে চাই। ধারনা করা হচ্ছে, মোদীর পরবর্তী প্রধান সচিব হতে যাচ্ছেন পি কে মিশ্র।

Leave a Reply

error: Content is protected !!