দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রীতির অনন্য নজির তৈরি হল পূর্ব বর্ধমানের গলসিতে। এক হিন্দুর মৃতদেহ শ্মশানে দাহ করতে নিয়ে গেলেন দুই মুসলিম যুবক। মঙ্গলবার রাতে এক মৃত ব্যক্তিকে কাঁধে করে শ্মশানে নিয়ে যান শেখ লালন ও আজিজুর রহমান ওরফে মাখন। নিয়ে যাওয়ার পাশাপাশি সৎকারের খরচও দিয়ে দেন তাঁরা। এ ছাড়াও দরিদ্র পরিবার হওয়ায় মৃত ব্যক্তির শ্রাদ্ধের জন্য খরচ জোগাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
তাঁদের এই কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজিজুরের দিদি রিয়া রুবি। করোনার আবহে তাঁদের এই কাজ এলাকায় নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছে। আগেও বহুবার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের পাশে দুই যুবক শেখ লালন ও আজিজুর রহমানকে দাঁড়াতে দেখা গেছে। অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য হিন্দু বা মুসলমান – কোনও ধর্ম বিচার করেন না এই দুই যুবক। তাঁরা পাশে দাঁড়ান নিজেদের সাধ্য মতো।