দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উন্নাও ধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার বাবার উপর হামলার অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার। এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই নেতার ভাই অতুল সিংকেও। দুজনের বিরুদ্ধে খুনের উদ্দেশ্য ছাড়া মৃত্যু ঘটানো; এই ধারায় মামলা দায়ের হয়েছিল।
বুধবার দিল্লির একটি আদালত এই মামলার রায়ে দুজনকে দোষী ঘোষণা করে। উন্নাওয়ের এই ধর্ষণ-কাণ্ড আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছিল। নির্যাতিতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যা করতে গিয়েছিলেন। পরদিন অস্ত্র আইনে তাঁর বাবাকে গ্রেফতার করা হয়।
জেলবন্দি অবস্থায় তাঁর ওপর চলে হামলা। জেলেই মৃত্যু হয় তাঁর। অভিযুক্তের বিরুদ্ধে যাতে আইনি লড়াই না লড়তে পারে নির্যাতিতার বাবা, তাই তাঁকে এভাবে চুপ করিয়ে দেওয়া হয়। এই মামলায় অভিযুক্ত তিন পুলিশকর্মীর বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে।
মৃত্যুর কয়েকঘণ্টা আগে পেটে যন্ত্রণা নিয়ে নির্যাতিতার বাবাকে হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা-র পর তাঁকে ফের জেলে ফেরত পাঠানো হয়। ফের জেলবন্দি হওয়ার আগে নিজের আততায়ীর নাম হিসেবে অতুল সিং সেঙ্গারের বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন নির্যাতিতার বাবা।
সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, নির্যাতিতার বাবা পুলিশকে কাঠগড়ায় তুলে বলছেন, আমাকে যখন মারা হচ্ছিল পুলিশকর্মীরা পাশেই ছিল। কিন্তু কেউ কিছু করেনি। অতুল সিং, ওই বিধায়কের ভাই আমাকে মাটিতে ফেলে মারছিলেন, কিন্তু আমাকে বাঁচানোর চেষ্টা করেনি।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps