Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হরিয়ানার মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কোনও নাগরিকত্ব নথি নেই! আরটিআই-তে জানাল সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যর নাগরিকত্ব সংক্রান্ত কোনও নথি আছে কি? গত ২০ জানুয়ারি পানিপথের এক সমাজকর্মী আরটিআই-তে সরকারের কাছে একথা জানতে চেয়েছিলেন। হরিয়ানার পাবলিক ইনফরমেশন অফিস থেকে জানানো হয়েছে, তাঁদের কাছে এমন কোনও নথি নেই।

গতবছর সেপ্টেম্বরে হরিয়ানায় ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও অন্যান্য বিজেপি নেতা প্রচার করেছিলেন, তাঁরা ক্ষমতায় এলে এরাজ্যেও এনআরসি হবে। অনুপ্রবেশকারীদের দূর করে দেওয়া হবে। ভোটের আগে নৌবাহিনীর প্রাক্তন প্রধান সুনীল লাম্বা ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এস ভাল্লার সঙ্গে এনআরসি নিয়ে আলোচনা করে খট্টর জানিয়েছিলেন অসমের মতো হরিয়ানাতেও নাগরিকপঞ্জি তৈরি করা হবে।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!