দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাফিংটন পোস্ট নামের একটি ইংরেজি ওয়েবসাইট ‛মেইক ইন ইন্ডিয়া’র লোগোর ব্যাপারে ২০১৬ সালে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশের একজন সমাজসেবী একটি আরটিআই করেছিলেন। সেই আরটিআই এ জানতে চাওয়া হয়েছিল যে, ‛মেইক ইন ইন্ডিয়া’র লোগো কে বানিয়েছে?
আরটিআই-এর উত্তরে বলা হয়েছিল, এই লোগো তৈরির জন্য কোনও টেন্ডার দেওয়া হয়নি। কিন্তু ‛মেইক ইন ইন্ডিয়া’র সম্পূর্ণ ডিজাইনিং করেছিল একটি বিদেশী কোম্পানী, যার নাম ‛Wieden+Kennedy India Limited’।
এই কোম্পানিই তৈরি করেছিল ‛মেইক ইন ইন্ডিয়া’র লোগো। আসলে এই কোম্পানীর একটা শাখা আছে ভারতে, যেটা রয়েছে দিল্লিতে। Central Commerce & Industry Ministry এই ফার্মকে ১১ কোটি টাকা দিয়ে তিন বছরের জন্য নিযুক্ত করেছিল, যাতে তারা ‛মেইক ইন ইন্ডিয়া’র ডিজাইন তৈরি হয়ে যেতে পারে।
এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ‛লোকালকে ভোকাল’ বানানোর নিদান দিয়েছে। এটা কতটা হাস্যকর ব্যাপার যে, প্রধানমন্ত্রী নিজের দেশকে স্বদেশ বানানোর জন্য একটি লোগো বানাতে দিচ্ছেন বিদেশী কোম্পানীকে। অন্যদিকে দেশের মানুষকে বলছেন স্বদেশী হতে।