Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

চরম দুর্দশা কৃষকদের, ১৫ কেজির দাম মাত্র ২ টাকা, রাগে ট্রাক বোঝায় টমেটো রাস্তায় উলটে দিলেন চাষিরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোভিড ঠেকাতে‌ দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন। নয়তো কারফিউ। তার জেরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত, পরিবহন বন্ধ। এর জেরে মার খাচ্ছেন কৃষকরা, ছোট শিল্পের মালিকরা। উৎপাদিন জিনিস বিক্রি করতে পারছেন না। বিক্রি করলেও দাম পাচ্ছেন না। অগত্যা উৎপাদিত জিনিস ফেলে যাচ্ছেন রাস্তায়। কর্নাটকে এখন এটাই ছবি।
গত কয়েক দিন ধরে কোলার জেলার বেশ কিছু ভিডিও ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, ট্রাক বোঝাই টমেটো এনে রাস্তার ধারে ফেলে যাচ্ছেন কৃষকরা। তাঁদের কথায়, ১৫ কেজি টমেটোর জন্য ২ টাকা দাম পাচ্ছেন। এতে তাঁদের যাতায়াতের খরচ, এমনকী চাষের প্রাথমিক খরচও উঠছে না।

কৃষকদের সংগঠনের তরফে জানানো হল, লকডাউন থাকায়ে কর্নাটক থেকে কেরল, তামিলনাড়ুতে খুব বেশি ট্রাক যেতে পারছে না। ফলে চাহিদাই তৈরি হচ্ছে না। চাহিদা থাকলেও তা সময়মতো পৌঁছনো যাচ্ছে না। পচে যাচ্ছে কৃষিজদ্রব্য। তাই তারা রাস্তার ধারে ফেলে দিচ্ছেন সেসব টমেটো।

শুধু টমেটো নয়, কর্নাটকের ফুলচাষীদেরও একই দশা। ফুলের দোকান বন্ধ। তার ওপর ফুল তোলার জন্য কোনও পরিযায়ী শ্রমিক মিলছে না। লকডাউনের কারণে সকলে দেশে চলে গিয়েছেন। তাই কৃষকরা নিজেরাই ফুলের ক্ষেতে ট্রাক্টর চালিয়ে নষ্ট করছেন সব। সেই ভিডিও ভাইরাল।

কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার জানিয়েছে, লকডাউনের জন্য যাঁরা রুজি হারিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষকদের প্রতি হেক্টর জমির জন্য ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এজন্য ১২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও চাষীরা বলছেন, তাতেও ক্ষতি মিটবে না।

Leave a Reply

error: Content is protected !!