দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ‘বিষাক্ত ভাষণ’ কাণ্ডে আগেই বিতর্কে জড়িয়েছিলেন আঁখি দাস। তার পরে আবার তথ্য সুরক্ষা ইস্যুতে। এবার তথ্য সুরক্ষা ইস্যুতে শুক্রবার ফেসবুক আধিকারিক আঁখি দাসকে টানা ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সংসদীয় কমিটি। কমিটির তরফে ফেসবুককে পরিষ্কার জানানো হয়েছে, বিজ্ঞাপন, ব্যবসা কিংবা নির্বাচন– এই সংক্রান্ত বিষয় কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যাবে না।
পাশাপাশি তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আয়ের কত শতাংশ ব্যয় করে ফেসবুক, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও ভারতে ব্যবসা করে ফেসবুক কত টাকা আয় করে এবং কত কর দেয়, তাও জানতে চাওয়া হয়েছে।