Tuesday, March 11, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মিথ্যা প্রতিশ্রুতি? লকডাউনে আট কোটি পরিযায়ী শ্রমিকের মধ্যে রেশন পেয়েছেন মাত্র ২০ লক্ষ

সরকারি রিপোর্টে এই তথ্য প্রকাশ পেতেই অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে গোটা দেশে টানা লকডাউন চলছে। এর ফলে সব বেশি সমস্যায় পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। ভিন রাজ্য থেকে পায়ে হেঁটে ফিরতে গিয়ে ইতিমধ্যেই কয়েকশো শ্রমিকের মৃত্যু হয়েছে।

এহেন পরিস্থিতিতে মে মাসের মাঝামাঝি আত্মনির্ভর ভারত গড়তে ২০ লক্ষ কোটি টাকার আত্মনির্ভর ভারত প্যাকেজের কথা ঘোষণা করে মোদী সরকার। ঘোষণা করা হয়, আট কোটি পরিযায়ী শ্রমিকদের মে ও জুন এই দু’মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে।

সরকারি তথ্য থেকেই জানা যাচ্ছে জুন মাস পর্যন্ত মোট ২০ লক্ষ ২৬ হাজার পরিযায়ী শ্রমিকের হাতেই সরকারি রেশন পৌঁছছে। বাকিদের কাছে এখনও অধরা রয়েছে তা। আর এই তথ্যই প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা, খাদ্য ও সরবরাহ মন্ত্রকের তরফে। যা প্রকাশ্যে আসার পরেই অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!