Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛করোনা আক্রান্ত মুসলমানদের চিকিৎসা বন্ধ করুন’, ভাইরাল চিকিৎসকদের কথোপকথনের স্ক্রিনশট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থানের চুরুর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের বিরুদ্ধে চিকিৎসার আগে ধর্ম দেখার মারাত্বক অভিযোগ উঠেছে। সেখানে হাসপাতালের কর্মীরা মানবতা বিসর্জন দিয়ে করোনা আক্রান্ত মুসলিম রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে একেবারেই রাজি নয়। আর তা নিয়ে হোয়াটসঅ্যাপে বিস্তর মেসেজ চালাচালি করেন তাঁরা।

চুরু জেলার শ্রীচাঁদ বরদিয়া রোগ নিদান কেন্দ্র হাসপাতালের এক ডাক্তার ও দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে কথোপকথন ভাইরাল হয়। হোয়াটসঅ্যাপ মেসেজে একজন লেখেন, ‛মুসলিম রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করুন।’ আরেকটি মেসেজে এক ডাক্তার লেখেন, ‛কাল থেকে কোনও মুসলিম রোগীকে আমি দেখব না। তাঁদের বলে দিও ম্যাডাম এখানে নেই।’

কথোপকথনটি ৮ এপ্রিলের। তখন তবলীগ জামাতের ঘটনা ঘটেছিল। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের মালিক এ বিষয়ে ক্ষমা চেয়ে নেন। তিনি লেখেন, ‛কর্মীদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । তবে কোনও ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয়।’

চুরুর ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক-সহ দুই স্বাস্থ্যকর্মীর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় প্রশাসন। অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা আইন ভাঙার দায়েও অভিযোগ দায়ের হয়েছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!