Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রশ্নবিদ্ধ এনআরসি, তালিকায় নাম নেই প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপোর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ লোকের নাম। এমনকি দেশের পঞ্চম রাষ্ট্রপতি প্রয়াত ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের লোকেদেরও নাম নেই এই তালিকায়। ফকরুদ্দিন আলি আহমেদের ভাইয়ের ছেলে জিয়াউদ্দিনের পরিবারের লোকের নাম শনিবারের চূড়ান্ত তালিকায় আসেনি।

তালিকায় নাম না পেয়ে হতাশ জিয়াউদ্দিন জানিয়েছেন, “আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপো। অথচ আমার পরিবারের নামই এনআরসি তালিকায় নেই। এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানেও আমাদের নাম ছিল না। আমরা আবেদন জানিয়েছিলাম। বলা হয়েছিল, ঠিক করে দেওয়া হবে। তারপরেও তালিকায় নাম নেই আমাদের। কী করব, কিছুই বুঝতে পারছি না।”

Leave a Reply

error: Content is protected !!