Sunday, April 14, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিশ্বব্যাঙ্কের কাছে ভারতের সব ঋণ মিটে গেছে? ছড়ানো হচ্ছে গুজব

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৬২ বছরে এই প্রথম বিশ্বব্যাঙ্কের কাছে ভারতের সব ঋণ মিটে গেছে! সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এমনই দাবি করা হচ্ছে। যদিও এ দাবি সত্য নয়। বিশ্বব্যাঙ্কের তথ্য বলছে ওই সংস্থার কাছে ভারতের ঋণের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১,৫০০ কোটি ডলার।

বিশ্বব্যাঙ্কের দুটি সংস্থা আছে। একটি হল ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআরডিএ)। নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলিকে ঋণ দেয় আইআরডিএ। অপর সংস্থাটি হল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। খুব গরিব দেশগুলিকে সুদ ছাড়া ঋণ বা গ্রান্ট দিয়ে থাকে আইডিএ।

আইআরডিএ’র দেওয়া ঋণের তালিকায় দেখা যায় ভারত সরকারের বিভিন্ন বিভাগ ১২৩ ধরনের ঋণ নিয়েছে এই সংস্থার কাছ থেকে। সম্মিলিতভাবে আইআরডিএ-এর কাছে ভারতের ঋণের পরিমাণ ১৪.৫৮ বিলিয়ন ডলার। যে সব ঋণ বাতিল ও ফেরত দেওয়া হয়ে গেছে, সেগুলি বাদ দিয়েই ওই অঙ্ক দাঁড়ায়। ওই ঋণ এবং যে সব ঋণের ব্যাপারে চুক্তি হয়েছে, সেগুলির মধ্যে ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার এখনও প্রদান করা বাকি আছে।

Leave a Reply

error: Content is protected !!