Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

অভিনব উদ্যোগ, জলসায় রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ ২৪ পরগনায়

সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: অভিনব উদ্যোগ জলসা কমিটির। জলসায় রক্তদান শিবিরের আয়োজন উদ্যোক্তারা। দক্ষিণ ২৪ পরগনায় কুলতলীর কেল্লা ডোঙ্গাজোড়া গ্রামের ঘটনা। সাধারণত জলসায় ইসলামিক সভা, বক্তব্য হয়। কিন্তু রক্তদান শিবিরের আয়োজন অভিনব। এর ফলে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এগিয়ে এলেন ডোঙ্গাজোড়া এলাকার কয়েকশো মানুষ।

ডোঙ্গাজোড়া শেখপাড়া মাদ্রাসার মাঠে প্রথম রক্তদান শিবিরে সামিল হলেন বহু মানুষ। প্রখর তাপকে উপেক্ষা করে এদিন ১০০ অধিক মহিলা ও পুরুষ এই রক্তদান উৎসবে সামিল হন। করোনা আবহকালে দীর্ঘ এক বছর রক্তদান শিবির হয়নি। তেমন কথা মাথায় রেখে এমন উদ্যোগ বলে জানান এলাকার মানুষ।

পাশাপাশি জলসা উপলক্ষে এমন উদ্যোগ বলে জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোঙ্গাজোড়া শেখপাড়া মাদ্রাসার সেক্রেটারি আকবর গাজী,কর্মদক্ষ সাহাদত সেখ ,মেরিগঞ্জ ২ নং অঞ্চলের সভাপতি আলাউদ্দিন সেখ, মেরিগঞ্জ ২ নং অঞ্চলের ব্লক সভাপতি রুহুল আমিন হাজী,মসিয়ুর সেখ, এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

error: Content is protected !!