Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মমতার রাজ্যে আত্মঘাতী কৃষক! ঋণের দায়ে গলায় দড়ি দিলেন মুর্শিদাবাদের যুবক

রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের কান্দী মহকুমার বড়ঞা থানার অন্তর্গত শাবলদহ গ্রামে জমির ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করলেন এক কৃষক। মৃত কৃষকের নাম শীতল দেবনাথ (৪৫)।

পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন লোকের কাছে টাকা ধার করে জমিতে ধান চাষ করেছিলেন ঐ কৃষক। তিনি বলেছিলেন ধান চাষ হয়ে যাওয়ার পর সে ধান গুলোকে বিক্রি করে তাদের ঋন শোধ করে দেবেন। কিন্তু আমফানের কারণে প্রবল ঝড় বৃষ্টিতে সেই ধান নষ্ট হয়ে যায়। তাই তিনি তার ঋণ শোধ করতে পারবেন না বলে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন।

মাঠের মধ্যে তাঁর দেহ ঝুলতে দেখে নামিয়ে কান্দী মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কান্দী মহকুমা হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য কান্দী মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!