দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্যার সমাধান না হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে, মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে চিঠি লিখলেন কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা জানায়, কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে চায় কৃষক সংগঠনগুলি। এই আলোচনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সদার্থক জবাব না মিললে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে। শুক্রবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সরকারের মাথা আপনি। তাই কৃষকদের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর দায়িত্ব আপনার হাতেই আছে।”
উল্লেখ্য, ইতিপূর্বে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের মধ্যে ১১ দফা আলোচনা হয়েছে। শেষ দফা বৈঠকে আইন প্রণয়ন ১৮ মাসের জন্য পিছিয়ে দিতে রাজি হয় মোদি সরকার। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি চাষিরা। বদলে তাঁরা আইন বাতিলে্র দাবিতে সরব হন।
প্রসঙ্গেত, আগামী ২৬ মে কৃষক আন্দোলনের বয়স হবে ছ’মাস। ওই দিন দেশজুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানিয়েছেন ওই সংগঠনের শীর্ষ নেতা বলবীর সিং রাজেওয়াল। কালাদিবস পালন সম্পর্কে ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে রাজেওয়াল জানান, “২৬ মে কৃষক আন্দোলন ছ’মাসে পা দেবে। আবার ওই দিনই মোদির নেতৃত্বাধীন সরকার ৭ বছরে পা দেবে। আর এই সরকার কৃষি বিরোধী। তাই ওই দিন দেশজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছি।” তবে করোনা পরিস্থিতিতে কৃষকরা জড়ো হয়ে আন্দোলন করবেন না। বদলে নিজেদের বাড়ি, ট্রাক্টর, দোকানে কালো পতাকা ঝুলিয়ে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি, ওইদিন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ হবে বলে জানিয়েছেন তিনি।