Sunday, September 8, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষিব্যবস্থাও যাচ্ছে কর্পোরেটদের হাতে, কেন্দ্রের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র আন্দোলনে কৃষকরা

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের ৩ অর্ডিন্যান্সে ক্ষুব্ধ কৃষকরা। কৃষিব্যবস্থাও যাচ্ছে কর্পোরেটদের হাতে। অত্যাবশ্যক পণ (সংশোধনী) অর্ডিন্যান্স, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স ও ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) অর্ডিন্যান্স, তিনটি অর্ডিন্যান্স খুব শীঘ্রই সংসদে পাস করাতে চলেছে মোদী সরকার৷ যার ফলে দেশজুড়ে গর্জে উঠেছেন কৃষকরা৷

কৃষকরা জানাচ্ছেন, সংসদে বাদল অধিবেশনে কৃষিক্ষেত্রে তিনটি অর্ডিন্যান্স পাশ করতে পারে কেন্দ্র৷ এই তিন অর্ডিন্যান্স পাস হলেই কৃষিব্যবস্থা কর্পোরেটদের হাতে চলে যাবে৷ লক্ষ লক্ষ কৃষক এবার রাস্তায় নেমে পড়ছেন৷ আন্দোলনে গর্জে উঠতে তৈরি হচ্ছেন তাঁরা৷ প্রতিবাদে সরব চাষিরা জানাচ্ছেন, এই তিন অর্ডিন্যান্সের ফলে দেশের কৃষিব্যবস্থা কর্পোরেটদের কুক্ষিগত হয়ে যাবে৷ আর্থিক ভাবে বিপর্যয়ের মুখে পড়বে চাষিরা৷ ইতিমধ্যেই পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে আন্দোলন শুরু হয়ে গিয়েছে৷

অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির জাতীয় আহ্বায়ক ভিএম সিংয়ের কথায়, ‘আমরা দেশজুড়ে সব কৃষককে আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিয়েছি৷ ১৪ সেপ্টেম্বর বড় আন্দোলন হবে৷ সরকার দাবি করছে, এই অর্ডিন্যান্সগুলির জন্য কৃষকরা খুশি, কিন্তু আসলে আমরা ভয়ে রয়েছি, এখন যাও বা একটু নূন্যতম সহায়ক মূল্য পাই, অর্ডিন্যান্স পাশ হয়ে গেলে তাও জুটবে না৷ কৃষি ব্যবস্থাটাই কর্পোরেটদের হাতে চলে যাবে৷’

 

Leave a Reply

error: Content is protected !!