Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট ও পরিবারের কাছে প্রেস্টিজশিটে পরিণত হয়েছে, তুলে দেওয়ার ভাবনা কেন্দ্রের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট ও পরিবারের কাছে প্রেস্টিজশিটে পরিণত হয়েছে, তাই এবার নয়া শিক্ষানীতিতে মার্কশিট তুলে দেওয়ার ভাবনা কেন্দ্রের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘মার্কশিট ক্রমেই প্রেসারশিটে পরিণত হয়েছে৷ এবং পরিবারের কাছে প্রেস্টিজ (সম্মান) শিটে পরিণত হয়েছে৷ নয়া শিক্ষানীতিতে মার্কশিট ব্যবস্থা তুলে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে৷’ তিনি জানান, ন্যাশনাল এডুকেশন পলিসি সিলেবাস কমিয়ে দেবে৷ ছাত্র-ছাত্রীরা মজার ছলে পূর্ণ অভিজ্ঞতায় শিক্ষাগ্রহণ করবে৷ নতুন পাঠ্যক্রম ২০২২ সালের মধ্যেই কার্যকর হয়ে যাবে৷ কারণ ওই বছরেই ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে৷

 

Leave a Reply

error: Content is protected !!