দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ের জন্য মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। যাঁরা আপামর দেশবাসীর মুখে অন্ন তুলে দেন, তাঁদের মুখে খাবার তুলে দিচ্ছে মুসলিমরা। ‘যতদিন আন্দোলন চলবে ততদিন এই লঙ্গরখানা চলবে’, দিল্লির বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে বলল পাঞ্জাবের এক মুসলিম সংগঠন।
ইতিমধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পঞ্জাবের শিল্পীরা। মুসলিম ফেডারেশন অব পাঞ্জাবের নেতা ফারুকি মুবিন বলেছেন, ‘‘যতদিন আন্দোলন চলবে ততদিন এই লঙ্গরখানা চলবে। কৃষকেরা আমাদের জন্য এত করেন, এখন তাঁদের জন্য আমাদের করার সময় এসেছে। ওদের দেখভাল করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ২৫জনের এই দল সবসময় খেয়াল রাখবে যেন লঙ্গরখানাো চালু থাকে।’’ মুবিনকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।