Tuesday, June 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের সঙ্গে সরকারের আরও বেশি আলোচনায় বসা উচিত, মত অধিকাংশ সঙ্ঘ নেতার

নাগপুর, ০৫ সেপ্টেম্বর: কৃষক বিক্ষোভ মেটানোর সম্ভাব্য পথ নিয়ে সবিস্তার আলোচনা হল সঙ্ঘ পরিবারের দু’দিনের বৈঠকে। নাগপুরে সঙ্ঘ ও তাদের শাখা সংগঠনগুলিকে নিয়ে এই সমন্বয় বৈঠকে নানা আলোচনায় উঠে আসে। গত নভেম্বর থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমানায় বসে রয়েছেন কৃষকেরা। কোন পথে এগোলে শান্তিপূর্ণ ভাবে ওই বিক্ষোভের নিষ্পত্তি সম্ভব, তা নিয়েও সবিস্তার আলোচনা হয় বৈঠকে।

সূত্রের মতে, অধিকাংশ সঙ্ঘ নেতাই মেনেছেন যে, কৃষকদের আন্দোলন দ্রুত প্রত্যাহার না হলে পাঞ্জাবের ভোটে ভাল ফলের আশা নেই, উপরন্তু কৃষিবহুল পশ্চিম উত্তরপ্রদেশেও খারাপ ফল করবে বিজেপি। তাই কৃষকদের সঙ্গে সরকারের আরও বেশি আলোচনায় বসা উচিত বলে মত অধিকাংশ সঙ্ঘ নেতার। এ নিয়ে বিজেপির উপরে চাপ বাড়ানোর কথা ভাবা হয়েছে। বৈঠকে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও।

 

Leave a Reply

error: Content is protected !!