দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে পথে নেমেছেন কৃষকেরা। সম্প্রতি পাশ হওয়া নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু হয়েছে। অন্যদিকে পাঞ্জাবের তারকারাও কৃষি আইনের বিরুদ্ধে সমান্তরাল ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। সেই তারকারায় একজোট হয়ে দাবি তুললেন ‘বয়কট করা হোক অভিনেত্রী কঙ্গনা রানাউতকে’।
দেশে নয়া কৃষি আইন পাশ হয়েছিল গত ২৭ সেপ্টেম্বর। তারপরই প্রতিবাদ শুরু হয় দেশজুড়ে। তখন থেকেই এই প্রতিবাদকে ‘দেশদ্রোহিতা’ বলে দাগিয়ে দিয়েছেন কঙ্গনা। এইবার দিল্লিতে নতুন করে শুরু হওয়া আন্দোলন নিয়ে মুখ খোলেন তিনি। লেখেন, ‘লজ্জা…কৃষকের নামে যে যার আখের গোছাচ্ছে। আশা করি, দেশদ্রোহীরা যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখবে আমাদের সরকার।’
এ ছাড়া তিনি শাহিনবাগ খ্যাত ৮২ বছরের বৃদ্ধা বিলকিসকে নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি দাবি করেন, বিলকিস এই আন্দোলনেও হাঁটছেন। ১০০ টাকার বিনিময়ে নাকি বিভিন্ন প্রতিবাদে এঁদেরকে রাস্তায় নামানো হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন পাঞ্জাবি তারকারা। এককাট্টা হয়ে তাঁরা ডাক দিয়েছেন ‘বয়কট কঙ্গনা’।