Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের ঘেরাটোপে দিল্লি! যোগ দিচ্ছেন হাজার হাজার কৃষক, সঙ্গে বালিশ, বিছানা, ত্রিপল, অ্যাম্বুল্যান্স

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যেই দিল্লির কৃষক আন্দোলন ঐতিহাসিক তকমা পেয়েছে। সেই আন্দোলনে যত দিন গড়াচ্ছে, ততই কৃষকের সংখ্য বৃদ্ধি পাচ্ছে। রোজ যোগ দিচ্ছেন হাজার হাজার কৃষক। দাবি আদায়ের লড়াইয়ে সময় লাগতে পারে অনেক। তার উপর রয়েছে করোনা এবং উত্তর ভারতের কড়া শীত। এ সব কথা মাথায় রেখেই বেশ কয়েক মাসের রসদ সঙ্গে নিয়েই দিল্লির দরবারে উপস্থিত হচ্ছেন বিক্ষোভকারীরা।

খাবার, জল, বালিশ, বিছানা, কম্বল, ত্রিপল, ওষুধ, অ্যাম্বুল্যান্স— এ সব গুছিয়ে নিয়েই পথে নেমে পড়েছেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ বেশ কয়েকটি রাজ্যের কৃষকরা। দাঁত মাজার ব্রাশ, মাজন থেকে শুরু করে ওষুধ। এমনকি জামাকাপড় কাচার জন্য রয়েছে ডিটারজেন্ট এবং সাবান। তা শুকনোর জন্য সার দিয়ে দাঁড় করানো ট্রাক্টরে বাঁধা হয়েছে দড়ি। এক ঝলকে দেখলে মনে হবে রাজপথের পাশেই নতুন কোনও জনপদ।

 

 

Leave a Reply

error: Content is protected !!