দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে চলমান লকডাউনের মধ্যে পুলিশের বর্বর আচরণের ঘটনা প্রকাশ্যে আসছে। এই সঙ্কটের মুহুর্তে পুলিশকে জনগণের সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে, অথচ উল্টে তাঁরা জনগণকে বিরক্ত করছে বলেই অভিযোগ আসছে। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে বিহারের নালন্দা জেলা থেকে। যেখানে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে।
নালন্দা জেলায় কৃষকদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করা হচ্ছে। যে কৃষকরা টাকা দিতে পারছেন না, তাঁদের মারধরের শিকার হতে হচ্ছে। পুলিশের এই বর্বর আচরণ কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে বিহার শরীফ বাজার সমিতির কাছে শত শত কৃষক এককাট্টা হয়ে প্রতিবাদ জানায়।
এদিন কৃষকেরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং শাকসব্জি রাস্তায় ফেলে অনন্য উপায়ে তাদের ক্ষোভ প্রকাশ করে। এসময় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। কৃষকদের কাছে তাঁদের বিরক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা তাঁদের ব্যথা প্রকাশ করে এবং বলে যে, পুলিশ তাঁদের শাকসবজি বিক্রি করতে দিচ্ছেনা।
কৃষকদের অভিযোগ, শাকসবজি বিক্রি করে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং টাকা না দিলে তাঁদের মারধর করে। ওই কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কষ্ট করে ফলানো ফসল তাঁরা এভাবেই রাস্তায় ফেলে দেবে।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন