Thursday, April 25, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় কোভিড-১৯ ল্যাব চেয়ে শেখ হাসিনাকে খোলা চিঠি

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ঢাকা : বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ইতিমধ্যে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, সেই সাথে ঠাকুরগাঁও জেলাকে করোনা ভাইরাসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করার পর বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত থাকা জেলার হাজার হাজার প্রবাসী দেশে ফিরেছেন। অতি সাম্প্রতিকালে, ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক এলাকায় ফিরে আসায় করোনা ভাইরাসে সংক্রমণ বিস্তারের শঙ্কা ক্রমেই বাড়ছে এবং জনমনে আশংকার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঠাকুরগাঁওবাসীর সুরক্ষার কথা চিন্তা করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা কোভিড-১৯ পরীক্ষার পি‌সিআর ল্যাব স্থাপনের দাবি জানানো হয়েছে।

এ দাবিতে ঠাকুরগাঁওবাসীর পক্ষে ১২ এ‌প্রিল রবিবার, গ্রীসে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনে কর্মরত ড. আল আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেছেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর এবং রংপুর অঞ্চলের হাজার হাজার মানুষ মধ্যপ্রাচ্য, আ‌মে‌রিকা, ইউরোপসহ পৃ‌থিবীর বি‌ভিন্ন দেশে প্রবাস জীবনযাপন করে রে‌মিটেন্সযোদ্ধা হিসেবে কাজ করছে। যাদের প্রেরীত রে‌মিটে‌ন্স বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ বৃ‌দ্ধিসহ বাংলাদেশের অর্থনী‌তিকে শক্তিশালীকর‌ণ ও কর্মসংস্থান সৃ‌ষ্টি‌ করে বেকার সমস্যার সমাধানে ব্যাপক অবদান রাখছে।

ড. আল আমিন আরও বলেন, উত্তরাঞ্চল হলো দেশের মানুষের জন্য খাদ্য ভাণ্ডার, দেশের প্রায় ৭০ শতাংশ খাদ্য শস্যই উত্তরাঞ্চলে উৎপাদিত হয় এবং সারা দেশে সরবারহ করা হয়। যদি ঠাকুরগাঁও জেলায় করোনা সংক্রমণের হাড় গাণিতিক হারে বৃদ্ধি পায় তাহলে সারা দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। কারণ, খাদ্য সরবারহ কালে করোনা ভাইরাস বিস্তার লাভ করতে পারে যারফলে, পুরো দেশকেই মারাত্বক স্বাস্থ্য ঝুঁ‌কিতে ফেলে দিতে পারে।

অন্নদিকে, রংপুর বিভাগের প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের জন্য (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর এবং রংপুর) বিশাল এই জনগোষ্ঠীর জন্য শুধু মাত্র একটি করোনা কোভিড-১৯ পরীক্ষাগার তাও সেটি রংপুর স্থাপন করা হয়েছে। ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড় কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে কিংবা আক্রান্ত হলে দায়িত্বরত ডাক্তারকে খবর দেওয়া এবং নমুনা সংগ্রহ করে সুদূর রংপুরে পাঠানো সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল। কিন্তু, করোনা ভাইরাস রোধে যত দ্রুত এবং যত বেশি টেস্ট করানো যাবে তত বেশি করোনা কোভিড -১৯ এর বিস্তার রোধ করা সম্ভব হবে।

তাই অঞ্চলবাসীর তথা দেশ ও জনগ‌ণের স্বা‌র্থে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ভাইরাসসৃষ্ট কোভিড-১৯ রোগের পরীক্ষার নি‌মিত্ত এক‌টি পি‌সিআর ল্যাব প্র‌তিষ্ঠা করার জন্য স‌বিনয় নি‌বেদন পেশ কর‌ছেন। এ‌টি প্র‌তি‌ষ্ঠিত হলে ঠাকুরগাঁওবাসীর ‌পাশাপা‌শি আশেপাশের জেলা পঞ্চগড় এবং দিনাজপুর জেলার মানুষও খুব সহজে এবং দ্রুততার সাথে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে। বিষয়‌টি অতীব জরুরী ও জনগুরুত্বপূর্ণ বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃ‌ষ্টি কামনা করেন তিনি এবং কোভিড-১৯ পরীক্ষার নি‌মিত্ত জরুরী ভি‌ত্তিতে পি‌সিআর ল্যাব স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ক‌রার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

error: Content is protected !!