দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন ফারুক আব্দুল্লাহর বোন সুরাইয়া ও মেয়ে সাফিয়া। ওই দু’জন ছাড়াও বিক্ষোভরত অন্য নারীদেরকেও আটক করেছে পুলিশ।
এসব নারী জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও এটিকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিরোধিতা করছিলেন। এসময় পুলিশ বিক্ষোভকারীদেরকে গণমাধ্যমে বিবৃতি দিতে বাধা দেওয়ার চেষ্টা করে।
আজ (মঙ্গলবার) বিক্ষোভকারী নারীরা পুলিশি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে প্ল্যাকার্ড, পোস্টারসহ লালচকের প্রতাপ পার্কে জড়ো হয়েছিলেন। এরপরে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশ সেখানে পৌঁছে প্রতিবাদী নারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং এক ডজনেরও বেশি নারীকে আটক করে।