দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শনিবার এনআইএ-র গোয়েন্দারা তাঁর ছেলে আল মামুন কামালকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। বৃদ্ধ জেনেছেন, তাঁর তৃতীয় সন্তানকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তার পর থেকেই লজ্জার এক অদৃশ্য চাদরে নিজেকে ঢেকে ফেলেছেন ‛ফৌজি’ ফরজ।
১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধে দেশের হয়ে লড়তে স্বেচ্ছাসেবী হিসেবে ফৌজে যোগ দিয়েছিলেন ফরজ আলি মণ্ডল। তার পরে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। বুড়ো হাড়ে আজ আর জোর নেই তেমন। কিন্তু একবুক শ্বাস নিয়ে ফৌজির গর্বে এই সে দিন পর্যন্ত ঘুরে বেড়াতেন গ্রামের এ মাথা, ও মাথা।
মঙ্গলবার ডোমকলের নওদাপাড়ার বাড়িতে বসে বললেন, “ছেলে যদি দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত হয়, তা হলে শাস্তি হোক। কেউ এই দেশের সঙ্গে শত্রুতা করলে মেনে নিতে পারব না। ছেলে হলেও না। তবে তদন্তটা যেন নিরপেক্ষ হয়।”