নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, সাঁকরাইল : লকডাউনে বাড়ির বাইরে বেরোলে তাড়া খেতে হচ্ছে পুলিশের। এদিকে হঠাৎ জলের অভাব দেখা দেওয়ায় তাল কাটছে হাওড়া জেলার সাঁকরাইল অঞ্চলের একাংশে।
সাঁকরাইলের নদী পার্শ্ববর্তী গ্রাম হীরাপুরের বাসিন্দাদের অভিযোগ, গত ২-৩ দিন থেকে কলে জল আসছে না। যাঁদের রাস্তার পাশে বাড়ি তাঁদের কলেই শুধুমাত্র জল আসছে, তাও ঝিরঝির করে জল পড়ছে। অর্থাৎ মূল পাইপের কাছাকাছি যাঁদের বাড়ি সেসব কলগুলিই কেবলমাত্র সচল আছে।
স্নান, রান্না অথবা পান করার জন্য এই জলই একমাত্র সম্বল হীরাপুরবাসীর। অন্য সময় বাড়ির ছেলেরা নদীতে স্নান করতে যায়। কিন্তু লকডাউনের পর কলের জলেই ভরসা করতে হচ্ছিল। বেগতিক দেখে লকডাউন ভেঙেই তাঁদের ছুটতে হচ্ছে নদীতে।
হীরাপুরের বাসিন্দারা দাবি তুলেছেন, অবিলম্বে আমাদের এই সমস্যা দূর না করা হলে প্রবল জলসঙ্কট দেখা দিতে পারে। এমনকি গ্রামের কিছু মানুষ শুধুমাত্র স্নান করার বাহানা দেখিয়ে নদীর ধারে গিয়ে আড্ডা দেওয়ায় শুরু করবে। সরকার দ্রুত সমস্যা সমাধান না করলে ফল খুব খারাপ হবে।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন