Friday, April 19, 2024
সম্পাদক সমীপেষু

ঝাড়খণ্ডে কাজ করতে এসে আমরা ৭ জন আটকে পড়েছি, ফিরিয়ে নিয়ে যান

প্রতিকী চিত্র

কন্ট্রাক্টে কাজ করা আমরা সাত জন শ্রমিক লকডাউনের জন্য আটকে রয়েছি ঝাড়খণ্ডের কোডার্মায় বানঝেদির কেটিপিএস ডিভিসি হাসপাতালের ক্যাম্পাসে একটি নবনির্মিত মাধ্যমিক স্কুলের ভিতরে। এসেছিলাম বাগান বানানোর কাজ করতে। লকডাউনের জন্য কোনও খাবারদাবার পাচ্ছি না। টাকাও ফুরিয়ে এসেছে প্রায়। আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে খুব উপকৃত হই।

আমার সঙ্গে আর যে ৬ জন রয়েছেন –

১) তাপস বন্দোপাধ্যায়, ডানলপ, কলকাতা-৩৫, মোবাইল- ৯৮৩০২৩৫১৬৭ (এঁকে ফোন করবেন)

২) দর্পণ সিংহ, বউনিয়া আবাদ, উত্তর ২৪ পরগণা- ৭৪৩৪৪২

৩) অর্পণ সিংহ, বউনিয়া আবাদ, উত্তর ২৪ পরগণা- ৭৪৩৪৪২

৪) উমেশ সিংহ, বউনিয়া আবাদ, উত্তর ২৪ পরগণা- ৭৪৩৪৪২

৫) হরি সর্দার, বউনিয়া আবাদ, উত্তর ২৪ পরগণা- ৭৪৩৪৪২

৬) কালিবাবু সর্দার, বউনিয়া আবাদ, উত্তর ২৪ পরগণা- ৭৪৩৪৪২

সুবিমল মাইতি, ১৩৫/এস/১, এন টি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি- ৭১২২২২, ইমেল: subimalmaity7@gmail.com, মোবাইল-৮৫১৪০০৮৯১১

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, doiniksamachar@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

error: Content is protected !!