Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

লকডাউনের নিয়ম না মেনে মিছিল! দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের নিয়ম না মেনে নিহত বিজেপি কর্মী পবন জানার দেহ নিয়ে মিছিল করার অভিযোগে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দিলীপ ছাড়াও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, রাজ্য বিজেপি নেতা সায়ন্তন ঘোষ সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে খবর।

‘প্রধানমন্ত্রীর চিঠি’ বিলি করতে ১৭ তারিখ সন্ধ্যায় দাঁতনের কুসমি গ্রামে গৃহ সম্পর্ক যাত্রায় বের হন স্থানীয় বিজেপি কর্মীরা। তখন লাঠি, রড প্রভৃতি নিয়ে তাঁদের উপরে আচমকা হামলা করে এক দল দুষ্কৃতী। সেদিন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ছ’জন বিজেপি কর্মী। তাঁদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে পবন জানা নামে এক কর্মীর অবস্থার অবনতি হয়। তাঁকে কলকাতায় পাঠানো হয়। পরের দিন বিকেলে পবনের মৃত্যু হয়।

পবনের মৃত্যুর খবর পেয়ে জেলা জুড়ে প্রতিবাদ শুরু করে বিজেপি। দাঁতন থানার সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতারা। গত শনিবার নিহত পবন জানাকে শ্রদ্ধা জানাতে পশ্চিম মেদিনীপুরে যান দিলীপ ঘোষ। তাঁর উপস্থিতিতে মেদিনীপুর থেকে মরদেহ দাঁতনে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন স্থানীয় নেতা জ্যোতির্ময় সিং মাহাত-সহ অন্য বিজেপি নেতা-কর্মীরা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!