দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ২০২০–২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পঠনপাঠনের দিনক্ষণ জানাল ইউজিসি। পয়লা নভেম্বর থেকেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের ক্লাস, শুক্রবার নতুন নির্দেশিকা জারি করে এই ঘোষণা করেছে ইউজিসি। অক্টোবরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা বা মেধাতালিকার ভিত্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এদিন টুইটার পোস্টে একথা জানিয়েছেন।
Tags:UGC