দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশে প্রতিদিন গড়ে প্রায় পাঁচজনের মৃত্যু হয় জেল হাজতে। হাজতে মৃত্যুর অধিকাংশই হয় বিচারবিভাগীয় হেফাজতে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ১ হাজার ৫৮৪ জন বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন মারা গিয়েছেন। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে সবথেকে বেশি বিচারবিভাগীয় হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সবমিলিয়ে গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হাজতে মারা গিয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সংসদে বাদল অধিবেশনের দ্বিতীয় দিন মঙ্গলবার এই পরিসংখ্যান তুলে ধরল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তালিকায় দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ (১৪৩)। তারপর আছে যথাক্রমে পশ্চিমবঙ্গ (১১৫), বিহার (১০৫), পঞ্জাব (৯৩) এবং মহারাষ্ট্র (৯১)।