দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। দুটি দুর্ঘটনাতেই প্রাণ হারাতে হল পরিযায়ী শ্রমিকদের। মধ্যপ্রদেশের সাগর ও ছতরপুর সীমান্তে রাস্তার উপর উলটে যায় পরিযায়ী শ্রমিক ভর্তি একটি ট্রাক। এই দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন।
জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছিল ট্রাকটি। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সাগর জেলার বান্দা প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। মহারাষ্ট্র থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে যাচ্ছেন, তাঁরা মধ্যপ্রদেশ হয়েই যাতায়াত করছেন।